নেইমারকে রেকর্ড দামে ছাড়বে পিএসজি

স্পোর্টস ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ
চলতি দলবদলের বাজারে দল নিয়ে বেশ বিপাকেই আছে পিএসজি। ২০২২-২৩ মৌসুম শেষেই ক্লাব ছেড়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। এরপর কিলিয়ান এমবাপেও জানিয়েছেন, নতুন করে চুক্তি নবায়ন করবেন না তিনি। এর অর্থ এ মৌসুমে বিক্রি না করলে ২০২৪-এর জুনে ফ্রি এজেন্ট হিসেবেই ছেড়ে দিতে হবে তাকে। এদিকে ফরাসি জায়ান্টদের সঙ্গে বিচ্ছেদ হতে পারে নেইমার জুনিয়রের।
ইউরোপের গণমাধ্যমগুলো তথ্য অনুসারে, ব্রাজিলিয়ান তারকাকে ১৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ছাড়বে ফরাসি চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমেই প্যারিস ছাড়তে চান ৩১ বর্ষী অভিজ্ঞ তারকা। সাবেক ক্লাব স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা তার। তাকে দলে টানতে আশার আলো দেখছে বার্সেলোনা এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের বেশ কিছু দল।