ওয়ানডে বিশ্বকাপ : প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
আসন্ন বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন স্পিনাররা। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় নিশ্চিতভাবেই আলাদাভাবে নজর কাড়বেন বিভিন্ন দেশের স্পিনাররা। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও বিশ্বকাপের চ্যালেঞ্জ এরই মধ্যে নিতে শুরু করেছেন। বাংলাদেশের স্পিনারদের সেভাবেই প্রস্তুত করে যাচ্ছেন এই শ্রীলঙ্কান। নিশ্চিতভাবেই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। এই দুজনের পাশাপাশি বিশ্বকাপে থাকতে পারেন নাসুম আহমেদ, তাইজুল ইসলামদের মতো স্পিনাররাও।
এই দুজনের যেকোনো একজন বা দুজনই থাকতে পারেন বিশ্বকাপে। তবে বিশ্বকাপ খেলার জন্য যে-ই যাক, সবাইকেই বেশ যোগ্য মনে করছেন হেরাথ। সাবেক এই লঙ্কান স্পিনারের মতে, ‘বিশ্বকাপে তাদের যে কেউই বড় ভূমিকা রাখতে পারেন।’ হেরাথ বলেন, ‘বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবেন। সাকিব, মেহেদির সঙ্গে আরো কিছু স্পিনার থাকবে স্কোয়াডে। আমি নিশ্চিত, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্য তাদের আছে। এসব নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনুশীলন ক্যাম্প চলবে। আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে ক্যাম্পটি দারুণভাবে এগোবে।’
‘সব কিছু মূলত পরিস্থিতির ওপর নির্ভর করে। কে প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, কে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বোলিং করতে পারে। সেদিক থেকে আমার মনে হয়, সব স্পিনারই বিশ্বকাপে বড় প্রভাব রাখবে।’
এদিকে বিশ্বকাপের মতো বড় আসরে দল নির্বাচনসহ যেকোনো ইস্যুতে আবেগি সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্টরা। এই ব্যাপারে যেন নিজেদেরই সতর্ক করেছেন হেরাথ।
তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে যেকোনো সময় ইমোশনাল (আবেগি) হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিকটাই নিতে হবে। আমরা সবাই বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছি। যেটা বললাম, আমাদের একটি একটি ম্যাচ ধরে এগোতে হবে। ইমোশনাল হওয়া চলবে না। আমাদের ট্যাক্টিক্যাল হতে হবে এবং মন থেকে ভালো সিদ্ধান্ত নিতে হবে।’
এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ করে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গতকাল বুধবার দুপুরে ফিরেছেন ঢাকায়। এশিয়া কাপের আগে মিরপুরে চলছে জাতীয় দলের স্কিল ক্যাম্প। বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংয়ের অধীনে ক্যাম্প চলবে আরো তিন সপ্তাহ।
বাংলাদেশ ক্রিকেটে চলছে চাপা অস্থিরতা। গত কয়েক দিনে দেশের ক্রিকেটে ঝড়ই বয়ে গেছে। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এরপর ছয় দিন পেরিয়ে গেলেও এখনো ওয়ানডে অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল দলের আগে প্রাথমিক দলও ঘোষণা করতে পারেনি। অধিনায়ক চূড়ান্ত না হওয়ায় থমকে আছে সবকিছু। শর্ট লিস্টে থাকা সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে নাজমুল হাসান পাপন কথা বলবেন। ১২ আগস্টের মধ্যে চূড়ান্ত করা হবে ওয়ানডে অধিনায়ক। তার আগে কোচ হাথুরুসিংহের সঙ্গেও কথা বলতে পারেন বিসিবি সভাপতি।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা পিছিয়ে গেলেও বিশ্রাম কাটিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক এ বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে মিরপুরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
গতকাল সকালে তামিম শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন। ইনজুরি থেকে সেরে উঠতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তার কাজ শুরু করেন। দীর্ঘ সময়ের জন্য পিঠের ইনজুরির সঙ্গে লড়াইয়ের কারণে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন তামিম। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মাঠে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগার ওপেনার। এই ধাক্কার বাইরে ইনজুরি এবং পরবর্তী অস্থিরতার পরিক্রমায় গত মাসে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের পর তামিম তার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং টাইগারদের জন্য তার প্রতিনিধিত্ব অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হন। দুর্ভাগ্যবশত, চোট আগের মতোই আবার দেখা দেওয়ায় তাকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে যেতে বাধ্য করেছে। অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপের আগে তামিমের ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন। তামিম নিজেও বৈশ্বিক ইভেন্টের আগে ফিরে আসার ব্যাপারে উদগ্রীব।