ধর্মপাশায় ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় জলমহালে ডাকাতি ঘটনায় রফিকুল ইসলাম ওরফে আসন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুরের বাঘের বাজার এলাকা থেকে তাঁকে গ্রপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে আসন উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণ হাটি গ্রামের রতন মিয়ার ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া জলমহালের পাড়ে থাকা জেলেদের খলাঘরে চলতি বছরের ২৪মার্চ দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পাহারাদার জেলে ও তাঁদের পরিবারের লোকজনকে মারধর করে সেখানে থাকা ১২টি গরু, ৫ বস্তা শুটকি, ৭টি স্মার্ট ফোন, একটি সৌর বিদ্যুতের ব্যাটারি ও নগদ ১ লাখ ২৪ হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের বাসিন্দা জেলে সর্দার বাদল দাস (৪০) বাদী হয়ে গত ২৬মার্চ রাতে অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই মামলায় ইতোমধ্যে ১৮জনকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুর রহমান যায়যায়দিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ( ৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলার জয়দেবপুরের বাঘের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রপ্তার করা হয়।
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে আসনকে জিজ্ঞেসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চাইলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এছাড়া, ডাকাতি হওয়া ১২টি গরু, দেড় কেজি শুটকি মাছ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।