শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হল কালীঘাট রোড স্পোর্টস একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ সিজন-৪। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে কালীঘাট রোড মাঠে উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে একাডেমি লাল দল বনাম একাডেমি হলুদ দল।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহিদ, কৃষক আব্দুল মজিদ, ক্রীড়াবিদ মনির বাশার, আব্দুল বাছিত প্রমুখ। খেলায় লাল দল ১-০ গোলে হলুদ দলকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন, মোঃ ইয়াসিন আহমেদ, মোঃ জহিরুল ইসলাম শান্ত, মোঃ আফসার আহমেদ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কালীঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা শাহিন আহমেদ ও সভাপতি শিমুল আহমেদ। খেলার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন শ্রীমঙ্গল কালীঘাট রোড স্পোর্টস একাডেমির খেলোয়াড়বৃন্দরা।