মধ্যনগরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর দৃষ্টিনন্দন পৃথক দুটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এই উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ:দা: শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও গভর্নিং বডির সদস্য মোস্তাক আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় বক্তব্য রাখেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৬ জুলাই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ভাস্কর জয়ন্ত কুমার তালুকদার ম্যূরাল দুটির নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। দুটি ভাস্কর্য নির্মাণের ফলে এ শিক্ষা প্রতিষ্ঠনটির একদিকে যেমন সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের জন্য জাতির জনকের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও প্রতিষ্ঠাতা সম্পর্কে সম্যক ধারণা লাভের সুযোগ সৃষ্টি হয়েছে।