বিজিবি;র অভিযান : সিলেটে ৫ কোটি টাকার চোরাই মাল জব্দ

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৯:২০ অপরাহ্ণ
সিলেটে বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে। তবে জড়িত চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত মালামালে মধ্যে রয়েছে ভারতীয় চিনি, শাড়ী, কসমেটিক্স, গরু ও মহিষ। শুক্রবার রাত ১১টায় জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় চোরাচালান আটকের জন্য চৌকি বসায়। এ সময় সন্দেহভাজন চোরাচালানের মালামাল বহনকারী একটি ট্রাককে থামানোর জন্য সিগনাল দিলে চালক দ্রæত চলে যায়। পরে সিলেট-তামাবিল মহাসড়কের বিছনাটেক নামক স্থানে ট্রাক রেখে চালক পালিয়ে গেলে বিজিবি সদস্যরা ওই ট্রাকটি তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও কসমেটিক্স পায়। এরমধ্যে ৩ হাজার ৭৭২ পিস শাড়ী ও ৩৮ হাজার ৫১৪ পিস কসমেটিকস জব্দ করে। যার আনুমানিক মূল্য সর্বমোট ৪ কোটি ১০ লাখ টাকা।
এর আগে, জৈন্তাপুর ও লালাখাল সীমান্তে বিজিবি টহল দল ট্রলার সহ ৪৭টি ভারতীয় গরু ও মহিষ এবং ১০ হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো: আসাদুন্নবী, পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে জব্দকৃত ভারতীয় চোরাই মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করবে বিজিবি।