যে কারণে ‘গোপন অনুশীলনে’ টাইগাররা

স্পোর্টস ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
এশিয়া কাপকে সামনে রেখে চূড়ান্ত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দল ঘোষণার পর থেকেই শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। রোববার (১৩ আগস্ট) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের গোপন অনুশীলন, যেখানে প্রবেশ করতে পারবে না কোনো সাংবাদিকও। এর আগেও, কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে এমন পদ্ধতিতে অনুশীলন করেছে বাংলাদেশ।
এশিয়া কাপ শুরু হতে দুই সপ্তাহেরও বেশি সময় বাকি। সাধারণত, গোপন অনুশীলন বা রুদ্ধদ্বার অনুশীলন দেখা যায় ম্যাচের এক-দুইদিন আগে। কিন্তু এবার আসর শুরুর লম্বা সময় আগেই কেন এমন গোপন অনুশীলন সেই প্রশ্ন অনেকেরই।
শনিবার (১২ আগস্ট) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। কেবল ছবি তোলা ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ক্যামেরাপার্সন এবং ফটোজার্নালিস্টদের প্রতিদিন ১৫ মিনিট করে সময় দেওয়া হবে। একই সঙ্গে এই চারদিন স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে।
ধারণা করা হচ্ছে, খেলোয়াড়দের মনঃসংযোগ ধরে রাখতেই ‘গোপন অনুশীলনে’ টাইগার ক্রিকেটাররা। তারা তাদের কাজগুলো সংবাদমাধ্যমের সামনে করতে চাচ্ছেন না। আর সে কারণেই গোপন অনুশীলনের ব্যবস্থা। এছাড়া এমন রুদ্ধদ্বার অনুশীলনের ঘোষণা দিয়ে বিশ্বকাপের বাকি দলগুলোর কাছেও মনস্তাত্ত্বিক বার্তা হয়ত দিয়ে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
তাছাড়া অনুশীলনে হয়তো কোচ-খেলোয়াড়েরা এমন কিছু নতুন কৌশল চর্চা করবেন বা এমন কিছু পরিকল্পনার মহড়া দেবেন, যেগুলো হাথুরুসিংহে চান না সংবাদমাধ্যম হয়ে প্রতিপক্ষের কানে পৌঁছে যাক। আর সে কারণেই হয়তো গোপন অনুশীলনের পথে হেঁটেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।