শাল্লায় শীকান্ত দাশ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

নিশিকান্ত সরকার (সুনামগঞ্জ) শাল্লা প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ
যার কণ্ঠে ধ্বণিত হতো গণমানুষের মুক্তি, যিনি কথা বলতেন দেশ ও দশের এবং যার গণসঙ্গিতে বুক কেঁপে উঠতো শোষক শ্রেণীর, তিনি শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাস। আমৃত্যু প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত এই সংগ্রামী মানুষের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত হয়েছে একটি গ্রন্থ। আজ রোববার (১৩আগস্ট) বিকেল ৪টায় শাল্লা উদীচী শিল্পী গোষ্ঠির আয়োজনে এই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা শাখা উদীচী’র সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস। সংগঠনের সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন)।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক অপূর্ব শর্মা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম, কমরেড অমরচাঁদ দাস, মেঠোসুর-সম্পাদক বিমান তালুকদার, অ্যাডভোকেট সুব্রত কুমার দাস, উপজেলা শাখা খেলাঘর আসরের সভাপতি কাননবালা সরকার, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, শাল্লা শাখা উদীচী’র সহ সভাপতি বিধান তালুকদার, শিক্ষক অনাদি তালুকদার, কমরেড শ্রীকান্ত দাসের জ্যেষ্ঠপুত্র দুরন্ত দাস প্রমুখ।
প্রকাশনা অনুষ্ঠানে কমরেড শ্রীকান্ত দাশের সহধর্মিণী ছায়া রাণী দাশ, শ্রীকান্ত দাশের যুক্তরাজ্য প্রবাসী পুত্র সুশান্ত দাশসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে শ্রদ্ধার সহিত ১মিনিট নীরবতা পালন করা।