দি এশিয়া ফাউন্ডেশনের যুব মেলা অনুষ্ঠিত

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৯:০১ অপরাহ্ণ
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ বলেছেন, পিস প্রকল্পটি উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে আইন শৃঙ্খলা বাহিনীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। সেই সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ প্রচারণার কুফল এবং এ বিষয়ে দেশের প্রচলিত আইণের বিধান সম্পর্কে বিষদ জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছে।
রোববার (১৩ আগষ্ট) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের উদ্যোগে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণের উপর যুবমেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক জুনায়েদ জামালের সভাপতিত্বে এবং শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। জুনায়েদ জামাল উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং উপস্থিত অতিথিদের কাছে মেলার উদ্দেশ্য এবং দি এশিয়া ফাউন্ডেশন ‘পিস’ প্রকল্পের উপর প্রাথমিক ধারণা প্রদান করেন। এছাড়া যুবমেলায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে ‘পুলিশ সার্ভিস স্টল’ নামে একটি স্টল পরিচালনা করা হয়। মেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন উপস্থাপন করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন।