একসঙ্গে স্কুলে ভর্তি হলো ১৭ জোড়া যমজ শিশু!

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ
একসঙ্গে স্কুলে ভর্তি হয়েছে ১৭ জোড়া যমজ শিশু! অবশ্বিাস্য হলেও এটাই সত্যিই। ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের ইনভারক্লাইডের। ওই অঞ্চলটি এরই মাঝে ‘টুইনভারক্লাইড’ তকমা পেয়েছে। ২০১৫ সালে একসঙ্গে ১৯ জোড়া যমজকে স্কুলে ভর্তি করে রেকর্ড গড়েছিল স্কটিশ এলাকাটি। ২০২৩ সালে ওই অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ যমজ এক সাথে স্কুলে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছে।
এই ১৭ জোড়া যমজের মধ্যে ১৫ জোড়াই সম্প্রতি সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছিল ড্রেস রিহার্সেলের জন্য। সেন্ট প্যাট্রিক প্রাইমারি ও আর্ডগ্রোওয়ান প্রাইমারি স্কুল যৌথভাবে এই যমজ শিক্ষার্থীদের অধিকাংশকে স্বাগত জানিয়েছে। এরমধ্যে পি ওয়ান ক্লাসে ভর্তি হয়েছে তিন জোড়া করে যমজ। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ইনভারক্লাইডের স্কুলগুলোতে ভর্তি হয়েছে ১৪৭ জোড়া যমজ।