গোলাপগঞ্জে শোক দিবস উপলক্ষে অংকন প্রতিযোগিতা

গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবাহর গ্রামের চন্দ্রনাথ পল্লীতে চারু নিকেতনের আয়োজনে ও চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় অংকন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও চারুনিকেতনের পরিচালক হিল্লোল শর্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক লিমিটেড’র ঢাকাদক্ষিণ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর।
এসময় উপস্থিত ছিলেন চারুনিকেতনের শিক্ষক জয় তালুকদার, ব্যবসায়ী পল্লব ভট্টাচার্য, রবীন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক রতন মনী চন্দ, শিক্ষানুরাগী সামছুল হুদা, শিক্ষক নিশি কান্ত দাস প্রমুখ।
উল্লেখ্য, অংকন প্রতিযোগিতায় ৩ গ্রুপে ৩৫ জন প্রতিযোগীর মধ্যে প্রত্যেকটি গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী মোট ৯জন প্রতিযোগীকে নগদ অর্থ, সনদ সহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণ কারী প্রত্যেক প্রতিযোগিকে সনদ ও সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
এদিকে একইদিন সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বুদ্ধিজীবি স্মৃতি সৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলন করে। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদ, ছাত্রযুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের গন্যমান্যরা উপস্থিত ছিলেন।