কমলগঞ্জে আগুনে পুড়ল সাত দোকানসহ তিন বাড়ি

কমলগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকানসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। এ সময় দুটি ইজিবাইকও পুড়ে যায়। শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়ন সদরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, আগুনে রইছ মিয়া, শুভ মলি¬ক, নজির মিয়া, লিটন মিয়া, নাজমুল ইসলাম, রাসেল মিয়া ও জাহাঙ্গীর হোসেনের দোকান পুড়ে যায়। এ ছাড়া দোকানের পেছনের উসমান খান, রাসেল আহমদ ও আজিজুর রহমানের বসতঘরও পুড়ে গেছে। তাছাড়া দোকান সংলগ্ন এলাকায় রাখা আব্দুল আহাদ ও দুলাল মিয়ার দুটি ইজিবাইক পুড়ে যায়।
আগুনের খবরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রইছ আল রেজুওয়ান, আদমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদাল হোসেন, ব্যবসায়ী নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টার ;িতে আদমপুর বাজারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সামান্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার রইছ মিয়া বলেন, আগুনে পুড়ে সব হারিয়ে তিনি এখন পথে বসে গেছেন। দোকানদার রাসেল আহমদ বলেন, আগুনে তার দোকান ও বসতঘর দুটোই হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেলেন।
আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ব্যবসয়ী, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বিক সহায়তায় এগিয়ে আসতে হবে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফারুকুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। তখন স্থানীয় ও আমাদের সদস্য মিলে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাতে বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে কমলগঞ্জ ভারপ্রাপ্ত ইউএনও রইছ আল রেজুওয়ান করে বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবে। তাছাড়া মৌলভীবাজার-৪ আসনের সংসদ সংদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদ ঘটনাস্থল পরিদর্শন করতে আসবেন বলে জানিয়েছেন।’