শাহবাগের মামলায় মাসুদ সাঈদীসহ আসামি ৫ হাজার

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও রয়েছেন। বুধবার বিকেলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন। নূর মোহাম্মদ বলেন, মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করা হয়। মামলা পুলিশ বাদী হয়ে করেছে। এতে সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বিএসএমএমইউ’র ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।