প্রগতিশীল লেখক পান্না জান্নাতকে হুমকীর ঘটনায় সামাজিক আন্দোলনের উদ্বেগ

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ
সম্মিলিত সামাজিক আন্দোলনের সিলেট জেলা আহবায়ক ও প্রগতিশীল মুক্তমনা লেখক অধ্যাপক পান্না জান্নাতকে হুমকীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। বৃহস্পতিবার সংগঠনের জেলা শাখার এক বিবৃতিতে বলা হয়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত আসামী দেলোয়ার হোসেন সাইদী মারা যান। এ ঘটনাকে ইস্যু করে সাইদী অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালাতে থাকে। এমনকি এই ধর্মান্ধ গোষ্ঠী যুদ্ধাপরাধী সাইদীকে কাবা শরিফেও দেখা যাচ্ছে বলেও গুজবের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা চালায়। মোট কথা জাতীয় শোক দিবসের প্রাক্কালে ধর্মান্ধ মৌলবাদী চক্রের এই আস্ফালন ছিল গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার। পক্ষান্তরে দেশের মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের অনুসারী প্রগতিশীল লেখকেরা এই চক্রান্তের বিপরীতে সবাইকে সজাগ এবং গুজবে কান না দিতে আহবান জানান। সংগঠনের জেলা আহবায়ক অধ্যাপক পান্না জান্নাত নিজের টাইম লাইনেও একই আহবান জানিয়েছিলেন। কিন্তু আজ তিনি আক্রান্ত হচ্ছেন সাঈদী অনুসারীদের দ্বারা। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে হামলার ক্ষেত্রও তৈরি করার চেষ্টা করছে এই মৌলবাদী চক্র। এই ঘটনায় অনলাইনে প্রকাশ্যে পান্না জান্নাতকে হুমকি দেওয়া হচ্ছে।
সামাজিক আন্দোলনের বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের বাংলাদেশে ৫০ বছর পরও প্রকাশ্যে ধর্মীয় উগ্রবাদীদের এমন হুমকী মূলত রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করার শামিল। সাঈদী’র মৃত্যুকে কেন্দ্র করে এই মৌলবাদী চক্র যেকোনো সময় দেশকে আরও অস্থিতিশীল করে তোলতে পারে। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক পান্নার পোস্টে গিয়ে কমেন্ট করেন আরিয়ান মুসা নামের জনৈক যুবক। তিনি প্রকাশ্যে পান্না জান্নাতকে নাস্তিক আখ্যা দিয়ে হত্যা করার ঘোষণা প্রদান করেন। নাস্তিক আখ্যায়িত করে তার ছবিতে লাল কালি দিয়ে ক্রসচিহ্ন দিয়ে উত্তেজনাকর পোস্ট দিয়েছেন অপর যুবক মোহাম্মদ হাফিজ। তিনি ধর্মীয় গুজব সৃষ্টি করে তার উপর হামলার জন্য প্ররোচিত করেন ওই পোস্টে।
এদিকে অধ্যাপক পান্না জান্নাতকে হুমকীর ঘটনায় গভির উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) দেবব্রত রায় দিপন, জেলা সদস্য সচিব সন্দিপন শুভ, সদস্য উদয়ন দাস পুরকায়স্থ, এনামুল মুনীর, সদস্য কমরেড হিমাংশু মিত্র, রসময় ভট্টাচার্য্য, আবদুল্লাহ খোকন, হেলাল আহমদ ও বাবলু আল মামুন।