তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি চীনের

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়েছে চীন। গেল মঙ্গলবার রাশিয়ার মস্কোয় আন্তর্জাতিক সুরক্ষা বৈঠকে যোগ দিয়েছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু। সেখান থেকেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন তিনি। চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া সূত্রে এই তথ্য জানা গেছে। ক্ষোভ উগড়ে সাংফু বলেন, আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে তাইওয়ানকে ব্যবহার করছে ওয়াশিংটন। কিন্তু তাদের এই পদক্ষেপ নিশ্চিতভাবে ব্যর্থ হবে।”
এদিকে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত বহুদিনের। গত বছর মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরেও আগ্রাসী মনোভাব নিয়েছিল চীন। এর মধ্যেই আগুনে ঘি ধালার মতোছে তাইওয়া কাজ করেনের ভাইস প্রেসিডেন্টের মার্কিন সফর। কারণ আগামী বছর এই দ্বীপ রাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লাই।
অন্যদিকে, পালটা নিজের বক্তব্য রেখেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, “তাইওয়ান নিরাপদে থাকলে গোটা বিশ্ব নিরাপদে থাকবে। তাইওয়ানে শান্তি থাকলে গোটা বিশ্বে শান্তি বজায় থাকবে।”
উল্লেখ্য, লাইয়ের মার্কিন সফরের বিষয়টি প্রকাশ্যে আসতেই তাইওয়ান ঘিরে লাল ফৌজের সামরিক মহড়ার তীব্রতা বেড়েছে। ইতিমধ্যেই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে সমস্ত রকম আগ্রাসী পদক্ষেপ করার হুশিয়ারি দিয়েছে চীন।