হবিগঞ্জে বিনামূল্যে শাক-সবজি পাচ্ছেন অসচ্ছলরা

হবিগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ১:৩২ অপরাহ্ণ
হবিগঞ্জে অসচ্ছল জনগণের মধ্যে মাসব্যাপী বিনা মূল্যে শাক-সবজি বিতরণ করছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন মহিবুর রহমান মাহি।
১৭তম দিনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পৌর টাউন হল এলাকায় প্রায় ২০০ নারী-পুরুষের মধ্যে শাক-সবজি বিতরণ করা হয়। পণ্যের মধ্যে ছিল পেঁপে, বেগুন, কাকরুল, ডিম ও আলু। এর আগে আগস্ট ১ তারিখ বিকেলে হবিগঞ্জ পৌর টাউন হল এলাকায় জেলা এর উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির।
শহরতলীর উমেদনগর এলাকার ওয়ারিশ মিয়া বলেন, ‘শাক সবজি দাম খুব বেশি। স্বামীর অল্প আয়ে সংসার চালাতে কষ্ট হয়। তাই এখানে এসে প্রতিদিন বিনা মূল্যে শাক সবজি নিয়ে যাই।’
শহরের শায়েস্তানগরের বাসিন্দা জমিলা বেগম বলেন, ‘বিনা মূল্যে শাক সবজি পেয়ে খুবই ভালো লাগছে। আমি প্রতিদিন এসে শাক-সবজি নিয়ে যাই।’
জীবন রবিদাস বলেন, ‘সারা দিন কাজ করে সর্বোচ্চ ৩০০ টাকা রুজি (আয়) করতে পারি। এই টাকা দিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে খুবই কষ্ট হয়। প্রতিদিন বিনা মূল্যে শাকসবজি পেয়ে আমার উপহার হচ্ছে।’
উদ্যোগ সম্পর্কে জানাতে চাইলে সাবেক ছাত্রলীগ নেতা মহিবুর রহমান মাহি বলেন, ‘শোকের মাস উপলক্ষে আমরা প্রতিদিন ২০০ নারী-পুরুষের মধ্যে বিনা মূল্যে শাকসবজি বিতরণ করছি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে।’