জগন্নাথপুরে সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে ৫ হাজার লোককে চিকিৎসা সেবা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
সেবা বঞ্চিত সাধারণ মানুষ প্রায় ৫ হাজার। নারি,পুরুষ,বৃদ্ধ থেকে শিশু সবাই সাড়িবদ্ধভাবে দাঁড়ানো। অসহায় এই মানুষদের সেবা দিচ্ছেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ ২৫ জন চিকিৎসক। জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এমন আয়োজন নি:সন্দেহে একটি অনন্য উদাহরণ। জগন্নাথপুরে এমন অভূতপূর্ব আয়োজন করে প্রশংসায় ভাসছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। শনিবার (১৯ আগষ্ট) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত জগন্নাথপুর পৌর শহরের ইকরছই মাদ্রাসা প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প’ নামে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত গরিব, দুস্থ অসহায় পুরুষ, মহিলা ও শিশু রোগীকে বিনা মুল্যে চিকিৎসা প্রদান করা হয়।
এসময় ক্যাম্পের চিকিৎসকরা ক্রমান্বয়ে আন্তরিকতার সাথে রোগীদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। এতে ভীষণ খুশি আগত রোগীরা। এ কর্মসূচী আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, রাজনীতির মূল লক্ষই হচ্ছে গণ মানুষের কল্যাণ। সেই লক্ষেই আমাদের রাজনৈতিক আদর্শের পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ক্ষুদ্র প্রচেষ্টায় এই আয়োজন। এ কর্মসূচী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য উৎসর্গ করে আয়োজন করেছি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্বমানবতার মা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে তাঁর পাশে থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার অঙ্গীকার করে এলাকাবাসীর কাছে পাশে থাকতে চাই। এলাকাবাসীর দো’আ কামনা করে তিনি বলেন, আপনাদের ভালোবাসার কাছে আমার জন্মঋণ রয়েছে। সেই ঋণ শোধ করার জন্য আমৃত্যু আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
এসময় ইকড়ছই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো.সাইফুল ইসলাম,রসুলগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মুফতি বদরুদ্দিন আলামিন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল-হেলাল,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ও জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেবসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ ও প্রতিনিধিগন উপস্হিত ছিলেন।