সুনামগঞ্জ-৪ : জোটবদ্ধ না হলে চমক থাকবে আওয়ামী লীগে

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ
১৯৮৪ সালে গঠিত সুনামগঞ্জ-৪ আসন যার সংসদীয় আসন নং ২২৭। বিশ্বম্ভরপুর উপজেলা ও সুনামগঞ্জ সদর নিয়ে গঠিত এই আসন। জাতীয় পার্টির জেলা আহবায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এই আসনটির টানা দুইবারের সংসদ সদস্য। জোটবদ্ধ নির্বাচন হলে জাতীয় পার্টি আসনটি ফের চাইতে পারে এবং এতে করে প্রার্থী নিয়েও নতুন করে ভাবতে হবে না দলটির। আর আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এই আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া। দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে হলে এই আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন এবং বিজয়ী করা সময়ের দাবি বলে মনে করছেন তাঁরা। ফলে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর তালিকা হচ্ছে দীর্ঘ।
চলতি বছরের শেষেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যে নভেম্বর মাসেই তপশিল ঘোষণার কথা জনিয়ে দিয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও সুনামগঞ্জ-৪ ( সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। পাড়া-মহল্লাতে তৈরি হয়েছে জাতীয় নির্বাচনী আমেজ। ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে বিএনপির কোনো ঘোষণা না থাকলেও পিছিয়ে নেই প্রার্থীরা। দলের হয়ে মনোনয়ন নিতে মাঠ পর্যায়ে প্রার্থীদের পক্ষে চলছে গণসংযোগ।
ভোটারদের তথ্য অনুযায়ী এই আসনে দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন অনেকেই। সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ভোটারদের দ্বারস্থ হচ্ছেন তারা। অপরদিকে বিএনপির প্রার্থীদের অপেক্ষা করা ছাড়া নির্বাচনী কর্মকাণ্ড অনুল্লেখযোগ্য। তবে সম্ভাব্য নির্বাচন ধরে নিয়ে কেন্দ্রীয় নানা কর্মসূচির মাধ্যমে কৌশলে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
দুই উপজেলার ভোটারদের সাথে কথা বলে জানা যায় সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান এনাম লড়তে পারেন এই নির্বাচনে। খেলাফত মসলিজ থেকে নির্বাচন করতে ইচ্ছুক মো. আজিজুল হক। ন্যাশন্যাল পিপলস পার্টি (এসপিপি) থেকে নির্বাচন করবেন মো. মেলোয়ার। ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন চাইতে পারেন ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তানভির আহমদ তসলিম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আহবায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। জাপার অপর প্রার্থীদের মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী মেজর ইকবাল হোসেনের পুত্র ইনান হোসেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান।
বিএনপি থেকে মনোনয়ন চাইবেন জেলা বিএনপির সহ সভাপতি জয়নুল জাকেরিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। যুকত্রাজ্য বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সহ সভাপতি আবদুল লতিফ জেপি,জেলা যুবদলের সভাপতি আবুল ম,নসুর মো. শওকত।
আওয়ামী লীগ এই আসনটিতে প্রার্থী দিলে তাতে চমক থাকতে পারে বলে অনেকেই জানিয়েছেন। এই তালিকায় সবার আগে নাম আসছে খায়রুল হুদা চপলের। তিনি সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের টানা দুইবারের রির্বাচিত চেয়ারম্যান। তাছাড়া সম্প্রতি তিনি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ভোটারদের দাবি- জেলার ক্লিন ইমেজের একজন নেতা হিসেবে চপলের গ্রহণযোগ্যা রয়েছে সর্বত্র। বিশেষ করে জেলার যুব সমাজের বৃহৎ একটি অংশেরও তিনি প্রতিনিধিত্ব করছেন। দুর্যোগ-দুর্বিপাকে ও করোনাকালে তিনি ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও উপজেলা পরিষদ ও যুবলীগের হয়ে পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের।
নিজের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ গণতান্ত্রিক দল। সুতরাং দল থেকে একাধিক প্রার্থী থাকাটা খুবই স্বাভাবিক। গণতান্ত্রিক এই ধারায় আমার মনোনয়ন চাওয়াও অস্বাভাবিক কিছু নয়। তবে দীর্ঘ দিন থেকে গণমানুষের সাথে কাজ করার সুবাধে নিজের মধ্যে একটি চাপ অনুভব করছি। বিশেষ করে সুনামগঞ্জ-৪ আসনের মানুষ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি বলেন, জাতির পিতার কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী এই আসনের উন্নয়নে বারবার অর্থ বরাদ্ধ দিয়েছেন। কিন্তু এই বরাদ্ধের সুফল পায় নি তৃণমূল মানুষ। ফলে সমস্যা হচ্ছে দীর্ঘতর। তাই অন্তহীন সমস্যা সমাধানে দলীয় প্রার্থীর মনোনয়ন চায় কর্মীরা।
তিনি বলেন, আমি নিজের উন্নয়নে রাজনীতিতে আসিনি। তাই যতোদিন জীবিত আছি ততোদিন দলীয় আদর্শ বুকে ধারণ করেই জণকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি বলেন, মনোনয়ন চাইতে পারি। দল সার্বিক বিষয় বিশ্লেষণ করে দল যাকে ভালো মনে করবে, তাঁর পক্ষেই কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে চাই।
তবে অধিকাংশ ভোটারদের সাথে কথা বলে পছন্দের তালিকায় খায়রুল হুদা চপলের নাম বেশি শোনা গেছে। ভোটাররা বলছেন, একজন কর্মী বান্ধব নেতা হিসেবে তিনি সকলের কাছে সমাদৃত। ভোটাররা দল ও এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে খায়রুল হুদা চপলকে মনোনয়নের দাবি জানিয়েছেন দলীয় প্রধানের কাছে।
সুনামগঞ্জ -৫ আসন নিয়ে বিস্তারিত পড়ুন ২৪ আগষ্ট বৃহস্পতিবার