জগন্নাথপুরে ট্রাকসহ ভেঙে পড়লো বেইলি ব্রিজ, নিখোঁজ ২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক ইছগাঁও এলাকার বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাকসহ পড়ে গেছে। এতে দুইজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৪ টায় ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক জগন্নাথপুর বাজারে আসার পথে বেইলি ব্রিজ ভেঙে গাড়ির চালক ও সহযোগীসহ ট্রাকটি নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর থানা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত চালক, সহযোগী ও ট্রাকের কোন সন্ধান পাওয়া যায়নি।