মৌলভীবাজারে হত্যা মামলায় ইউপি সদস্য বরখাস্ত

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাবুল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত ১৬ আগস্টের জারি হওয়া এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইউপির ১৩টি মাসিক সভায় অনুপস্থিত থাকা ও একটি হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে প্রায় দেড় বছর ধরে পলাতক থাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্ত করেছে।
জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, বড়লেখা সদর ইউপি ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাবুল আহমদ ২০২২ সালের এপ্রিল থেকে চলিত বছরের মে পর্যন্ত ইউপির ১৩টি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন। এ ছাড়া তার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউপিসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ৮ এপ্রিল কেছরীগুল জামে মসজিদের ইমাম নির্বাচন নিয়ে দুই পক্ষের উত্তেজনার জেরে রুবেল আহমদ নামক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তার ছোট ভাই ফয়ছল আহমদ ইউপি সদস্য সাবুল আহমদকে প্রধান আসামি করে ১৫ জনের নামে থানায় হত্যা মামলা করেন। ঘটনার দিন থেকেই ইউপি সদস্য সাবুল আহমদ পলাতক রয়েছেন।
জানতে চাইলে বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল জানান, প্রায় দেড় বছর ধরে ইউপি সদস্য সাবুল আহমদের অনুপস্থিতির কারণে নাগরিক ও উত্তরাধিকার সনদ দান, গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এতে ওয়ার্ডের জনগণও ভোগান্তির শিকার হচ্ছেন।