জমি নিয়ে বিরোধ : কানাইঘাটে চাচার হাতে ভাতিজা খুন

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইদের পিটুনিতে কামিল আহমদ (৩৫) নামে এক যুবক মারা গেছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাণীগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কামিল আহমদের সাথে তার আপন চাচা আলাউদ্দিনের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। কামিলের বাবা-মা ছোটবেলা মারা যাওয়ার পর চাচা আলাউদ্দিন তাদের বেশ কিছু পৈত্রিক সম্পত্তি জবর দখল করে নেন। এতে প্রতিবাদ করে আসছিলেন কামিল। যার কারণে তার উপরে ক্ষিপ্ত হয়ে চাচা ও চাচাতো ভাইয়েরা পূর্বে হামলা করে গুরুত্বর আহত করেছিল। সোমবার রাত ১০টার দিকে কামিল স্থানীয় গাছবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে গ্রামের শামছুদ্দিনের বাড়ির পাশে ওৎ পেতে থাকা চাচা আলা উদ্দিন ও তার অপর ভাইয়ের ভাতিজারা ধারালো অস্ত্র নিয়ে কামিলের উপর অতর্কিতভাবে হামলা চালান। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা। পরে আশংকাজনক অবস্থায় কামিলকে স্বজনরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কামিল আহমদের মৃত্যু হয় ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত হামলাকারী কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় নিহতের বোন শারমীন বেগম বাদী হয়ে চাচা আলা উদ্দিনসহ হামলায় জড়িত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।