কুলাউড়ায় জন্মমৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা

কুলাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৯:০০ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মমৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার তার বক্তব্যে বলেন, জন্মমৃত্যু নিবন্ধনে কুলাউড়া উপজেলা দীর্ঘদিন যাবত জেলার ৭ উপজেলার মধ্যে ৭ম স্থানে অবস্থান করছে। পিছিয়ে পড়া কুলাউড়ার অবস্থানের উত্তরণ ঘটাতে হবে। জন্মমৃত্যু নিবন্ধনের দায়িত্বশীলদের তাদের কাজের গতি বৃদ্ধি করতে হবে। তাহলে কুলাউড়াও অন্যান্য উপজেলার মতো ১ম-২য় অবস্থানে পৌঁছতে পারবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফি, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার সেলিম বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, আব্দুল মালিক, মোছাদ্দিক আহমদ নোমান, ইউপি সচিব রকিবুর রহমান, স্বাস্থ্য সহকারী লুৎফুর রহমান ও প্রদীপ সিংহ, উদ্যোক্তা জসিম খান প্রমুখ। এ ছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।