ভাবীর অসুস্থতার সুযোগ নিচ্ছে একটি পক্ষ : জিএম কাদের

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৯:১০ অপরাহ্ণ
জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ভাবীর অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কাগজে সই করাচ্ছেন। তার থেকে বক্তব্য নেয়া হচ্ছে। আমার জানামতে, তিনি নিজের ইচ্ছায় এগুলো দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য, জাতীয় পার্টিকে দুর্বল করা।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ভারত সফর শেষে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, রওশন এরশাদ আমার ভাবী। সবচেয়ে বড় ভাইয়ের স্ত্রী। আমার বড় ভাইকে সব সময় নিজের বাবার মতো মনে করতাম। সেই হিসেবে বয়সে যাই হোক, ছোটবেলা থেকেই ভাবীকে মায়ের মতো মনে করে এসেছি। তার সঙ্গে আমার কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না। এখনো নেই। তার অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কাগজে সই করাচ্ছেন। তার থেকে বক্তব্য নেয়া হচ্ছে। আমার জানামতে, তিনি নিজের ইচ্ছায় এগুলো দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য, জাতীয় পার্টিকে দুর্বল করা। আমাদের বিরুদ্ধে কিছু লোকজন এসব করছেন। দেবর-ভাবীর দ্বন্দ্ব যারা বলছেন, তারাই এসব বিষয় উস্কে দিচ্ছেন।