সুনামগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৫:১২ অপরাহ্ণ
সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন মদনপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত হয়েছেন। বুধবার (২৩ আগষ্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক জিয়াউল ইসলাম (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে। এ দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ছাতকগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো চালক মারা যান। আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ঘটনাস্থল থেকে অটো চালকের লাশ উদ্ধার করেছি।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।