জাফলংয়ে বেলা’র সচেতনতামূলক সভা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ
গোয়াইনঘাটে দৈনন্দিন জীবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) সকাল দশটায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার স্বাগত বক্তব্যে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহী করে তোলার জন্য দায়িত্বশীলদের স্ব-স্ব অবস্থান থেকে উদ্যোগ নেওয়ার দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, প্লাস্টিক একটি অপঁচনশীল বস্তু, আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহার রয়েছে। এ প্লাস্টিকের ব্যবহার রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্লাস্টিকের কারণে নদীগুলো মরে যাচ্ছে; জলবায়ুতে প্রভাব পড়েছে। আগে এত গরম ছিল না, তার কারণ আমরা গাছগুলো কেটে ফেলছি। এভাবে চলতে থাকালে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমরা প্রতিদিন বাজারে গিয়ে প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসছি, কিন্তু আমরা একটি স্থায়ী ব্যাগ ব্যবহার করছি না। এভাবেই দিন দিন বাড়েই চলছে প্লাস্টিকের ব্যবহার।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও প্লাস্টিক ব্যবহারে বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আরও বক্তব্য রাখেন, আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহানারা আক্তার, শিক্ষার্থী মারুফ আহমেদ, সুলতানা আক্তার প্রমুখ। বেলা সিলেটের ফিল্ড অফিসার শাফায়াত উল্লাহ, একাউন্ট অফিসার মো. আজাদ উপস্থিত ছিলেন।