ট্রাম্পকে ‘হ্যান্ডসাম’ বললেন বাইডেন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ
নির্বাচনে কারচুপির চেষ্টায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেপ্তারের পর পর ট্রাম্পের মাগশট (মুখচ্ছবি) দেখে তাকে সুদর্শন (হ্যান্ডসাম) বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন। নেভাদা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক তাহোতে তার অনুশীলন ক্লাস থেকে বেরিয়ে সাংবাদিকদেরকে ব্যঙ্গ করে বাইডেন বলেন, আমি মাগশটটি দেখেছি। সুদর্শন লোক, দুর্দান্ত লোক।
বাইডেন মূলত ট্রাম্পের আইনি ঝামেলার বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গেছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, তারা বিচার বিভাগীয় ও প্রসিকিউটরিয়াল স্বাধীনতা রক্ষা করতে চান। জর্জিয়ায় মামলা ছাড়াও, নির্বাচনী হস্তক্ষেপ ও তার শ্রেণীবদ্ধ নথিগুলি পরিচালনা সম্পর্কিত ফেডারেল অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কারচুপির চেষ্টা করেছিলেন।
বৃহস্পতিবার রাতে ফুলটন কাউন্টি কারাগারে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার সময় বাইডেন সমর্থকদের কাছে একটি তহবিল সংগ্রহের ইমেল পাঠিয়েছিলেন। ইমেইলে তিনি বলেন আজ আমার প্রচারণীর জন্য একটি দুর্দান্ত দিন।