সুনামগঞ্জে তবলার বোললিপি প্রশিক্ষণ কর্মশালা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে দেশের প্রথমবারের মতো তবলার বোললিপি ও প্রাচীন রচনাবলি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের হাছনরাজা মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণী সংগীত একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন তবলাশিল্পী পিনুসেন দাশ।
বাণী সংগীত একাডেমির পরিচালক ও জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের তবলা প্রশিক্ষক বাবুল আচার্য্যরে সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন অ্যাডভোকেট অলক ঘোষ চৌধুরী। এ সময় অতিথি ছিলেন তবলাশিল্পী অঞ্জন চৌধুরী ও দৈনিক প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান প্রমুখ।
শুরুতে পিনুসেন দাশ তাঁর তবলাগুরু ভারতের বেনারস ঘরানার দিকপাল প্রখ্যাত তবলাশিল্পী ও গুরু পণ্ডিত সমর সাহার একটি রচনা (টুকরা) দিয়ে কর্মশালা শুরু করেন। পরে তিনি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, ওস্তাদ আহমেদ জান থিরকুয়া, ওস্তাদ আমির হোসেন খাঁ, পণ্ডিত শ্যামল বোসসহ উপমহাদেশের প্রখ্যাত তবলাগুনিদের রচনাবলি থেকে প্রশিক্ষণ দেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।