সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচন ১ সেপ্টেম্বর

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। দ্বীপরাষ্ট্রটির নবম প্রেসিডেন্ট হওয়ার জন্য এবার তিনজন প্রার্থী লড়ছেন। নির্বাচনে ২৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন।
প্রার্থীরা হলেন- দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম (৬৬), সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) ও বিমা সংস্থা এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)। খবর রয়টার্সের।
নতুন প্রেসিডেন্ট পরবর্তী ছয় বছরের জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নেবেন সিঙ্গাপুরের বর্তমান রাষ্ট্রপ্রধান হালিমা ইয়াকুব। ২০১৭ সালের সেপ্টেম্বরে ক্ষমতায় এসেছিলেন তিনি। হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।
এর আগে ২০১৭ সালে যখন সিঙ্গাপুরে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন হালিমা ইয়াকুব ছিলেন একমাত্র প্রার্থী।