শ্রদ্ধার নতুন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’

বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
শ্রদ্ধা কাপুরকে নিয়ে নতুন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’ এর শ্যুটিং শুরু করে দিয়েছেন পরিচালক কবীর খান। নায়কের চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক। নির্মাতারা জানিয়েছেন, আগামী বছর ১৪ জুন মুক্তি পাবে ‘চান্দু চ্যাম্পিয়ন’। ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে প্রথমবার কার্তিক আরিয়ানের নায়িকা হতে চলেছেন শ্রদ্ধা কাপুর।
অভিনেত্রীর আগে তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে ক্যামিও রোলে দেখা গিয়েছিল ভুল ভুলাইয়া ২ ছবির তারকাকে। যদিও এর আগে একসঙ্গে কোনও ছবিতেই একসঙ্গে অভিনয় করেননি শ্রদ্ধা ও কার্তিক।
চান্দু চ্যাম্পিয়ন-এর প্রথমবার জুটি বাঁধছেন দুই বলিতারকা। ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক কবীর খান কার্তিকের জন্য নায়িকা খুঁজছিলেন শেষ পর্যন্ত শ্রদ্ধা কাপুরকেই তাঁরা বেছে নিয়েছেন বলে জানা যায়।
সত্যপ্রেম কি কথা ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করতে পারেন শ্রদ্ধা কাপুর। বছর খানেক আগে এমনটাই জল্পনা শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ছবিতে নায়িকা হিসেবে জায়গা করে নেন অভিনেত্রী কিয়ারা আদভানি।
তবে সত্যপ্রেম কি কথা মুক্তি পেতে না পেতেই মিলল নয়া আপডেট। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় নতুন চান্দু চ্যাম্পিয়ন -এ জুটি বাঁধছেন শ্রদ্ধা ও কার্তিক। যে স্পোর্টস ড্রামা ফিল্মের পরিচালনা করছেন কবীর খান। সম্প্রতি ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে।
কলাকুশলীরা জানাচ্ছেন, কার্তিকের সঙ্গে চন্দু চ্যাম্পিয়ন ছবির শ্যুটিংয়ে যোগ দিয়েছেন শ্রদ্ধা কাপুর। পাশাপাশি ছবিতে দেখা যাবে আরও অনেক বলিউড তারকাকে।
গত মাসেই হরর কমেডি ফিল্ম স্ত্রী-র সিক্যুয়েল স্ত্রী ২-র শ্যুটিং শুরু করেছেন আশিকি ২-র নায়িকা। যে ছবিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও,পঙ্কজ ত্রিপাঠি,অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
স্ত্রী ২-র পাশাপাশি ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিরও শ্যুটিং করবেন শ্রদ্ধা কাপুর।চলতি বছরের শেষ পর্যন্ত চলবে ছবির শ্যুটিং। চান্দু চ্যাম্পিয়ন-এ থাকছে দুর্দান্ত ভিএফএক্স,তাই ছবির পোস্ট প্রোডাকশনের জন্য যথেষ্ঠ সময় চেয়েছেন পরিচালক কবীর খান। ২০২৪ সালের ১৪জুন বড়পর্দায় মুক্তি পাবে চন্দু চ্যাম্পিয়ন।