শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৩, ২:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে বেড়াতে আসা মোঃ শরীফুল ইসলাম (৪০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) উপজেলার ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মোঃ নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাতনামা আরও মধ্যবয়সী ৩ পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশের ৫নম্বর রুমে থাকার জন্য ওঠেন।
লেমন গার্ডেন রিসোর্ট কর্তৃপক্ষ ও শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, গত ২৫ আগস্ট সকালে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার খাসের বাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে মোঃ নুরুল আমিন রাব্বি পরিচয় দিয়ে ও তার সঙ্গে আরও তিনজন লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাসের ৫নম্বর রুমটি ভাড়া নেন। রবিবার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা রিসিপসনে না আসায় রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম দুপুরে তাদের চেক আউটের কথা বলতে রুমে যান। গিয়ে রুমটি তালাবদ্ধ অবস্থায় দেখে সন্দেহ হলে ডাকাডাকির এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা খুলে রুম থেকে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, নুরুল আমিন রাব্বি তার সঙ্গে থাকা অজ্ঞাত ২জন শনিবার আনুমানিক রাত ১০টার থেকে রবিবার সকাল ৬টার মধ্যে যে কোনো সময় লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে রুম তালা দিয়ে অপর ৩জন পর্যটক পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেছেন, ‘বিস্তারিত পরে জানানো যাবে। তদন্ত চলছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি।’
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে আইনি ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।