ছাতকে লায়েক হত্যা : কাউন্সিলর তাপস চৌধুরীর জামিন লাভ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ
ছাতকে লায়েক মিয়া হত্যা মামলার আসামি পৌরসভার ৭ নং ওয়ার্ডের টানা ৫ বারের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীর জামিন হয়েছে। দীর্ঘ আড়াই মাস কারাভোগের পর বৃহস্পতিবার (৩১ আগষ্ট) তিনি সুনামগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।
উল্লেখ্য, লায়েক মিয়া হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন গ্রহণ করেছিলেন ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরী। উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হলে তিনি সুনামগঞ্জ জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ আদালত তাঁর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তাপস চৌধুরীর আইনজীবিরা একাধিক বার জামিন আবেদন করেন। কিন্তু জামিন না পাওয়ায় তাঁর পক্ষের আইনজীবিরা আবারো উচ্চ আদালতে জামিন প্রার্থনা করেন।
গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি আব্দুর রব ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ থেকে তিনি জামিন লাভ করেন।
তাঁর জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জজ আদালতের আইনজীবী এডভোকেট নন্দ গোপাল পুরকায়স্থ নিবলু এবং এডভোকেট আলম উদ্দিন।
.