‘আমাকে নিয়ে কেউ ঝুঁকি নিতে চান না’ : নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
মেধা থাকা সত্ত্বেও অনেকে অবহেলিত থাকেন। মানসম্মত কাজ করেও কেউ কেউ থেকে যান আড়ালে। এসব দেখে মনে হয়, ভাগ্য সহায় না থাকলে ভালো কাজের কদর পাওয়া যায় না। সে ভাগ্য নোরা ফাতেহির আছে। কেননা আইটেম গানে তিনি কোমর দুলালেই সিনেমা হিট হয়ে যায়।
কিন্তু তবু তাকে সিনেমার নায়িকা হিসেবে দু-একবারের বেশি ভাবেননি নির্মাতারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নোরা। জানালেন, তাকে নিয়ে কেউ ঝুঁকি নিতে চান না। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমি নাচি বলে আমাকে নায়িকা চরিত্রে নেওয়া হয় না। আমাদের আইকনিক নায়িকারাও ড্যান্সার ছিলেন এবং দারুণ কাজ করে গেছেন। তারা আইটেম গানেও বাজিমাত করেছিলেন। এটা (আইটেম ড্যান্সার) নায়িকা হওয়ার একটা অংশ শুধু। আসলে কেউ আমাকে নিয়ে প্রথম ঝুঁকিটা নিতে চান না। তারা হয়তো ভাবেন, দেখা যাক, কে তাকে নেয়। যদি সেসব দিক দিয়ে ভালো করে, মানে অভিনয় দক্ষতা, উপস্থিতি, গ্ল্যামার, ভাষাগত দক্ষতা সব উতরে যেতে পারে, তাহলে আমরা সুযোগটা নেব।’
নতুনদের সুযোগ দেওয়া হয় না উল্লেখ করে এ সময় নোরা ফাতেহি আরো বলেন, ‘ধরুন চারজন নায়িকা সিনেমা করছে এবং তারাই ঘুরেফিরে কাজ পাচ্ছে নিয়মিত। নির্মাতারাও ওই চারজনকে নিয়েই ভাবেন, এর বাইরে চিন্তা করেন না।’