সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি-মাহবুব, সম্পাদক এমরানুল

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ২৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে মাছরাঙ্গা ও জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনব্যাপী জেলা শহরে কর্মরত সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে দৈনিক জালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ও সহ-সভাপতি পদে ২৮ ভোট পেয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি আল হেলাল বিজয়ী হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে আরটিভির জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নজরুল ইসলাম, দফতর সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নাগরিক টিভির অরুন চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে সময় টিভির ক্যামরা পার্সন রুজেল আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুনামকণ্ঠ পত্রিকার মোশাহিদ রাহাত ২৩ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে রাইজিং বিডির মনোয়ার চৌধুরী, কার্য-নির্বাহী সদস্য পদে যায়যায়দিনের ঝুনু চৌধুরী, আমাদের অর্থনীতির শাহাবুদ্দিন আহমদ, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ ও দিলাল আহমদ বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচনের দায়িত্বপালন করেন জেলা তথ্য অফিসার আব্দুস সত্তার ও কমিশনের সহযোগী হিসেবে ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র ও কোষাধ্যক্ষ কুদরত পাশা।
মুক্ত গণমাধ্যম চর্চায় গণতান্ত্রিক ধারায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানিয়েছেন ভোটার ও বিজয়ী প্রার্থীরা।