‘নায়িকারা পোশাকের জন্য দেড়-দুই লাখ টাকা বাজেট করে’

বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ
এ প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। চলতি বছরের মে মাসে তিনি আলোচিত হয়েছিলেন এক ছিন্নমূল কিশোরের চুমু দেওয়ার ঘটনায়। এই নায়িকাকে গেল কোরবানির ঈদে গরু উপহার দিয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বিষয়টি জানিয়েছেন শিলা নিজেই।
মুক্তির অপেক্ষায় থাকা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে তিনি অভিনয় করেছেন ডিপজলের বিপরীতে। বুধবার (৩০ আগস্ট) মগবাজারে অনুষ্ঠিত সিনেমাটির এক সংবাদ সম্মেলনে গরু উপহার পাওয়ার কথা জানান এই নায়িকা।
সাংবাদিকদের এক প্রশ্নে শিরিন শিলা বলেন, ডিপজল ভাই আমাকে গরু উপহার করেছে। কারণ আমি যখন তার সঙ্গে সিনেমাটির কাজ করেছি তখন কোরবানির সময় ছিল। সেসময় উনার খামারে অনেক গরু ছিল, সেখান থেকে মিশা সওদাগর ভাই ও আমি ছাড়াও সেখানে যারা ছিল তাদের গরু উপহার দেন।
যোগ করে এই নায়িকা বলেন, আমি তার সঙ্গে যে সিনেমায় কাজ করেছি সেখানে পোশাক আমার নিজের ছিল। এজন্য আমি একটা টাকাও নেইনি বরং বিভিন্ন স্পন্সর এনে দিয়েছি। নরমালি নায়িকারা পোশাকের জন্য দেড়-দুই লাখ টাকা বাজেট করে। কিন্তু আমি কোনও টাকা চাইনি। আর ঈদের সময় ছিল, কোরবানির ঈদে তো মানুষ পোশাক উপহার করে না। সেক্ষেত্রে উনি (ডিপজল) তার খামার থেকে একটা গরু উপহার দেন।
ডিপজলের সঙ্গে ‘ঘর ভাঙা সংসার’ ছাড়াও ‘জিম্মি’ নামের আরেকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শিরিন শিলা। ‘ঘর ভাঙা সংসার’ মুক্তির পর ‘জিম্মি’ মুক্তি পাবে বলে জানান এই নায়িকা।