মধ্যনগরে ১৬১ বস্তা ভারতীয় চিনিসহ ৭ কালোবাজারী আটক

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধভাবে আসা ১৬১ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি নৌকাসহ ৭ কালোবাজারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের মাঝখান থেকে ভারতীয় চিনি বোঝাই ওই নৌকাটিসহ তাদেরকে আটক করা হয়।
আটক কালোবাজরীরা হলেন, উপজেলার বংশিকুন্ডা উওর ইউনিয়নের রূপনগর গ্রামের মনফর আলীর ছেলে মো, মুজিবুর রহমান (৪৫), ও একেই গ্রামের আইয়ূব আলীর জহুরুল আলম (৪২),মো,রমজান আলীর ছেলে মো, কালু মিয়া (৩৩), আব্দুল আলীর ছেলে মোঃ আহাদ মিয়া (৫৭) ও একেই ইউনিয়নের কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মারুফ মিয়া (২২) এবং গিলাগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৩), ও লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো, মুক্তার হোসেন (৩৪)।
মধ্যনগর থানার ওসি মো.এমরান হোসেন জানান, আটক চোরা কারবারিরা একটি সংঘবদ্ধ চক্র। তারা বেশ কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্তবর্তী মহেষখলা, গোলগাঁও এলাকা দিয়ে রাতের আঁধারে অবৈধ পথে আসা ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাচার করে তা নৌকাযোগে আশপাশের বিভিন্ন হাট-বাজারে নিয়ে গোপনে বিক্রি করে আসছিল।
এ অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে তারা মহেষখলা সীমান্ত দিয়ে বিপুল পরিমান চিনি এনে তা একটি ষ্টিল বডি নৌকা বোঝাই করে বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খাল দিয়ে মধ্যনগর বাজারের দিকে আসছিল। এমন সংবাদে পুলিশ আগে থেকেই সেখানে গিয়ে অবস্থান নেয়। পরে চিনি বোঝাই ওই নৌকাটি বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের কাছাকাছি আসা মাত্রই পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৬১ বস্তা ভারতীয় চিনি বোঝাই নৌকাটিসহ ৭ চোরা কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, আটককৃত চিনির বাজার মূল্য প্রায় ৭ লাখ ২৪ হাজার ৫ শত টাকা। ওসি বলেন, আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে মামলার দায়ের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।