গোয়াইনঘাটে ২২৪ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

গোয়াইনঘাট প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে ২২৪ বস্তা ভারতীয় চিনি, একটি মোটরসাইকেলসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মো.মাহবুবুর রহমান ( ২৭) উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ সেপ্টেম্বর ) ভোররাতে গোয়াইনঘাট থানার এসআই জহিরুল ইসলাম পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ইছামতী নদীরপার থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়।
এদিকে এসআই এনামুল হাসান ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউপির বুগইলকান্দি গ্রামের পলাতক আসামী আকবর আলী ও আমীর আলীর বসতঘর থেকে ৫০ কেজি ওজনের ১০০ টি ভারতীয় চিনির বস্তা আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির মালিক সজিব মিয়া (২৫), আকবর আলী (৫০) ও আমির আলী (৪২) পালিয়ে গেছে।
অপরদিকে গোয়াইনঘাট থানার এসআই পিন্টু সরকার সংঙ্গীয় ফোর্সসহ জাফলং ইউনিয়নে অভিযান পরিচালনা করে রাধানগর বাজার থেকে ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি, লাল কালো রঙের একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করে। এসময় মো. মাহবুবুর রহমান (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়াইনঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সর্বমোট ২২৪ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি, লাল কালো রঙের একটি টিভিএস মোটরসাইকেল জব্দসহ একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিসহ পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।