শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
চলতি বছরে দীর্ঘদিন যাবৎ ওয়ান ডাউনে ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ (রবিবার) আফগানিস্তানের বিপক্ষে তাকে চারে নামতে দেখা যায়। ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে তিনি আজ লাহোরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেছেন। এর কিছুক্ষণ আগেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন মিরাজও।
আয়াল্যান্ডের বিপক্ষে চলতি বছরেই ক্যারিয়ারের প্রথম শতরান করেছিলেন শান্ত। টপ অর্ডারের এই ব্যাটার চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেই দুর্দান্ত ছন্দে আছেন। ধারাবাহিক ছন্দে প্রতিটি ম্যাচেই আলো ছড়িয়েছেন শান্ত। এমনকি, এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে পুরো টাইগার ব্যাটিং ইউনিটের ব্যর্থতার দিনেও তার ব্যাট থেকে এসেছে ৮৯ রান। ধারাবাহিকতা বজায় রেখে শান্ত আজ ৩ সেপ্টেম্বর ১০১ বলে সেঞ্চুরি করেন। শতরানে পা রাখার পথে তিনি ৯টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান।