রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস শুরু

বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
রাহুল ব্যানার্জী ও প্রিয়াঙ্কা সরকার দম্পতির সংসারের দ্বিতীয় ইনিংস শুরু হলো। আইনি জটিলতা কাটিয়ে তারা পুনরায় এক হয়েছে। তাদের সম্পর্কের অবনতির কথা সবারই জানা । নিজেদের সমস্যাকে বুড়ো আঙুল দেখিয়ে একই ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। আনন্দবাজার পত্রিকা
অভিনেতা রাহুল ব্যানার্জী বলেন, আমরা একসঙ্গে সংসার করছি। খুব শীঘ্রই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হল। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই।
তাহলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়ঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’ ২০১৮ সাল থেকে তাদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় চলে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তারপরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ।