জন্মাষ্টমীতে নগরীতে বিশাল শোভাযাত্রা বের করবে হিন্দু পরিষদ

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ
পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটি। জন্মাষ্টমী উপলক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি দীপক রায় দীপু এক প্রেস বিবৃতিতে বলেন, জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয়।
ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিসৃত বাণী শ্রীমদ ভগবদগীতা। গীতায় অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করার কথা বলা হয়েছে। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। এই জগতে অর্জুনের মত আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ-উৎকণ্ঠায় জর্জরিত। এই উদ্বেগ-উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করতে হবে।
সনাতন ধর্মাবলম্বী সকলের মঙ্গল কামনা করে দীপক রায় দীপু জন্মাষ্টমীর দিনে বাংলাদেশ হিন্দু পরিষদের শোভাযাত্রায় সকলকে অংশ গ্রহণ করার অনুরোধ জানান।