দিরাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ২

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জাকির হোসেন জুহান মারাত্মকভাবে জখম হন।
সোমবার সন্ধ্যা ৭টায় সাংবাদিক জুসেফের পৌরসভার আরামবাগস্থ বাসভবনে ঢুকে সন্ত্রাসীরা এ হামলার ঘটনাটি ঘটায়। আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার করা হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন। জানা যায়, সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা নিয়ে সাংবাদিক জুসেফ ও চেয়ারম্যান জুয়েল এর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। ওই বৈঠকে চেয়ারম্যানের ভাই ভাতিজারা সাংবাদিক জুসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক জুসেফের বাসভবনের হামলা চালায়। সন্ত্রাসীরা বাসার ভেতরে ঢুকে সাংবাদিক জুসেফ ও তার ভাই জুহানকে কুপিয়ে ও রড দ্বারা পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক জোসেফের বাসার আসবাবপত্র, মোটরসাইকেল ভাংচুর করে।
সাংবাদিক জুসেফ বলেন, আমার দাদা মৃত আছকির উল্লা ১৫ বছর আগ থেকেই এই স্কুলের ভূমি দাতা। কিন্তু আমার চাচাতো ভাই জুয়েল চেয়ারম্যান হবার পর প্রভাব কাটিয়ে স্কুলটির ভূমি দাতা হিসেবে তার পিতা মৃত আব্দুল মতলিবের নামে অন্তর্ভুক্ত করে। জুসেফ আর বলেন আব্দুল মতলিব একজন চিহ্নিত রাজাকার হিসেবে দিরাইয়ে সুপরিচিত ছিলেন। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।