হিন্দু পরিষদ সিলেটের নেতা জয়ন্ত কুমার দাসের জন্মাষ্টমীর শুভেচ্ছা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেটের অন্যতম নেতা জয়ন্ত কুমার দাস। এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয়।
তিনি বলেন, অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষের উদ্ধা্রক পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণ। সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের নিকট নিজেদের সঁপে দেওয়ার মধ্য দিয়ে ইহলৌকিক ও পারলৌকিক সুখ লাভের অন্বেষন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।