বিশ্বনাথ থেকে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ
সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইপাস পয়েন্ট সংলগ্ন মেসার্স হাওয়া এন্টার প্রাইজ এর সামনের রাস্তা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তি আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক যুবকের নাম শাহ মোহাম্মদ উজ্জ্বল রানা (২৩) । সে বিশ্বনাথ উপজেলার দশঘরের কানু মিয়ার ছেলে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ০৪.৪৫ ঘটিকার সময় অভিযানকালে রেজিস্ট্রেশন বিহীন চোরাই ১৩৫ সিসি PULSAR LS মোটর সাইকেলের ইঞ্জিন নং- JEGBTHO9811 এবং চেসিস নং- MD2JDJDZZTCH77528 এবং রং কালো জব্দ করা হয়।
উপর অভিযান পরিচালনা করে শাহ মোহাম্মদ উজ্জ্বল ( রানা) (২৩) এর দখল হইতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতার শাহ মোহাম্মদ উজ্জ্বল (রানা) দীর্ঘ দিন থেকে চোরাই মোটরসাইকেল কেনা বেচার সাথে জড়িত বলে জানা যায়।
এ ঘটনায় এস আই (নিঃ)/ মোঃ আবুল বাশার বাদী হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করেন।