জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট শাখার অর্থ উপকমিটির আহ্বায়কের শুভেচ্ছা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ অপরাহ্ণ
পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সৃষ্ঠিকূলের সকলকে ভক্তিপূর্ণ শুভেচ্ছা জানিয়েছেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেট শাখার অর্থ উপকমিটির আহ্বায়ক- মদন মোহন কর্মকার। তিনি সোমবার এ উপলক্ষ্যে এক বিবৃতিতে বলেন, দ্বাপর যুগের এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দর, অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষা এবং শুভশক্তিকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পূর্ণ অবতার রূপে। পূর্ণ অবতার বলতে ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ উপস্থিতিকে নির্দেশ করে এবং ঈশ্বরের শক্তি ও গুণাবলি প্রদর্শন করাকে বোঝানো হয়। হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণকে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর প্রভৃতি নামে অভিহিত করে।
তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই শুভ জন্মাষ্টমী পালন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয়। ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা, গীতাযজ্ঞ, জন্মাষ্টমী মিছিল, কৃষ্ণপূজা, পদাবলি কীর্তন করে থাকেন।
মদন মোহন কর্মকার বলেন, ভগবান শ্রীকৃষ্ণ জীবকুলে সত্যের বাণী স্থাপন করেছেন। ন্যায়ের পক্ষে ভগবদ্ ধর্ম প্রতিষ্ঠা করে জীবশিক্ষার জন্য বিভিন্ন কর্ম করেন। আগামী দিনে সত্যের পথে চলার মতো আলোকবর্তিকারূপে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকেন। আজকের এই পুণ্য তিথিতে ভগবানের সঙ্গে আমাদের চিন্ময় সম্পর্ক গড়ে উঠুক, এটাই হোক আমাদের একমাত্র প্রার্থনা।