শেখ হাসিনা যা করেছেন,বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি : চপল

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা খায়রুল হুদা চপল বলেছেন, ‘করোনা মহামারির সময় জাতিসংঘ এক রিপোর্টে বলেছিল, তাদের মডেল মতো না চললে বাংলাদেশের ২০ লাখ লোক করোনা মহামারিতে মারা যাবে। জননেত্রী শেখ হাসিনার মডেল মতো চলে বাংলাদেশে ২০ লাখ লোক করোনা মহামারিতে মারা যায়নি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।’
তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর এলাকা বাসীর আয়োজনে “”উন্নয়ন সম্ভাবনা বিষয়ক সুধী সমাবেশে” প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
খায়রুল হুদা চপল বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত ও দৃশ্যমান ও চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনা সরকারকে পুণরায় বিজয়ী করতে হবে। স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ মাত্র ৫০ বছরে যে জায়গায় দাঁড়িয়েছে, তা শুধু সম্ভব হয়েছে ‘শেখ হাসিনা উন্নয়ন মডেল’ এর কারণে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
শংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্মৃতি রঞ্জন তালুকদার চিতু, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী,সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা অমর চক্রবর্ত্তী,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র, আরও বক্তব্য রাখেন শুভেচ্ছা ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আক্তার মিয়া ০৯ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাাদুর রহমান চৌধুরী, ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রথীন্দ্র রায় রতু, নিয়ামতপুর গ্রাম বাসীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আওয়ামীলীগের নেতা রুপক চক্রবর্তী, টিটু দাশ টটি,আরও বক্তব্য রাখেন নিয়ামতপুর গ্রামের পক্ষ থেকে গোরাঙ্গ দাশ,সভায় উপস্থিত ছিলেন কৃপেশ দাশ, উৎপল ভট্র্যাচার্য্য, চিন্তাহরণ চক্রবর্তী, অমল চক্রবর্তী, মন্টু দাশ, রঞ্জিত দাশ,মোঃ জাহাঙ্গীর, ওয়ার্ড মেম্বার জালাল উদ্দীন ফকির, মজর আলী, নিরনজন দাশ, কনা মিয়া চৌধুরী, শম্পা দাশ, জন্টু রায়, নিবেশ রায়, চয়ন চক্রবর্তী,ছাত্রলীগ নেতা রঞ্জন গোস্বামী, বিমান মৈত্র, অপূর্ব দাশ, রানা রাজন, কনা দাশ, ছত্রার মিয়া, চয়ন তালুকদার, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন অমর চক্রবর্ত্তী, জ্যোতির্ময় দাশ চপল।