ধর্মপাশায় ১৩২৫ কেজি চিনি জব্দসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জ ও ধর্মপাশা প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় অভিযান চালিয়ে ভারত থেকে চিনি চোরাচালানের সময় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৩২৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা, ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত সাদত আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৪), পাইকুরাটি ইউনিয়নের হাওরে রাজাপুর গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে মো. সুলতান মিয়া (৫৩)।
পুলিশ সূত্রে জানাযায়, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদের নেতৃত্বে ধর্মপাশা থানার এসআই মো. আব্দুস সবুর মিয়া, এএসআই মো. ইমরান আহমেদ ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ১০ সেপ্টেম্বর বুধবার মধ্যরাতে ধর্মপাশা বাজারের সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর ভারতীয় চিনি ভর্তি ইঞ্জিন চালিত ১টি হ্যান্ডট্রলিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
ধর্মপাশায় থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।