১১ দাবিতে সিলেটে সামাজিক আন্দোলনের বিভাগীয় সমাবেশ ৩০ সেপ্টেম্বর

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ
সারাদেশে সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে সম্মিলিত সামাজিক আন্দোলনের সিলেট বিভাগীয় সমাবেশ ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সিন্ডিকেটের হাত থেকে বাজার নিয়ন্ত্রণমুক্ত,মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ ও সংখ্যালঘুসহ আদিবাসীদের নিরাপত্তাসহ ১১ দাবিতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সিলেট জেলা কমিটির এক প্রস্তুতি সমাবেশ সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) দেবব্রত রায় দিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রবীণ খেলাঘর কর্মী সন্তু চৌধুরী, জেলা আহবায়ক জান্নাত আরা খান পান্না, জেলা সদস্য ফজলুল হক, সংগঠক আলী আক্তারুজ্জামান বাবুল, রোটারিয়ান বিমলেন্দু পাল রন্টু, নাজমা খান আরজু, বাউল পথিক রাজু, ডা. নাফিসা শবনম,জেলা সদস্য সচিব সন্দীপন শুভ, সদস্য এম এস এ মাসুম খান, সাংবাদিক আশিষ দে ও সাংবাদিক তাহির আহমেদ।
সভায় বিভাগীয় সমাবেশকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে সমাবেশ সফলে একটি উপ-কমিটি গঠন করা হয়। এতে শন্তু চৌধুরীকে আহবায়ক, আলী আক্তারুজ্জামান বাবুল, বিমলেন্দু পাল রন্টু, নাজমা খানকে যুগ্ম আহবায়ক ও এম এস এ মাসুম খানকে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফজলুল হক, দেবব্রত রায় দিপন, জান্নাত আরা খান পান্না, সন্দিপন শুভ,আশীষ দে, তাহির আহমদ ও বাউল পথিক রাজু।