এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৪৯

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৫:১০ অপরাহ্ণ
সোমবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩৪৯ জন শিক্ষার্থী। সারাদেশে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৯৮ জন। তবে এদিন সিলেটসহ সারাদেশে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার এইচএসসির অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম বা কারিগরি শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষা ছিলো না।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। সোমবার পরীক্ষা ছিলো ২ লাখ ৭১ হাজার ৫৪০ জনের। এদের মধ্যে ১ হাজার ৫২৬টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ৫২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬৪২ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৯৮ জন।
অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৭১৬ জন, রাজশাহী বোর্ডের ২৩৬ জন, কুমিল্লা বোর্ডের ৩৫৬ জন, যশোর বোর্ডের ১৮৯ জন, চট্টগ্রাম বোর্ডের ৪৭২ জন, সিলেট বোর্ডের ৩৪৯ জন, বরিশাল বোর্ডের ৭৮ জন, দিনাজপুর বোর্ডের ৫৮৫ জন ও ময়মনসিংহ বোর্ডের ১৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এইচএসসির পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিনে আলিমের জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এদিন এইচএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত-২ পরীক্ষা, একাদশ শ্রেণির উচ্চতর গণিত-১ পরীক্ষা, ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষা ও একাদশ শ্রেণির কম্পিউটার অ্যাপ্লিকেশন-১ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।