শাল্লায় দুর্বৃত্তের হামলায় শারীরিক প্রতিবন্ধী আহত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৮ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের শাল্লায় এক প্রতিবন্ধীর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে কাপড় ব্যবসায়ী জোতির্ময় রায়ের দোকানের সামনে। আহত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির নাম ইকরাম আলী। তিনি সাবেক প্রতিবন্ধী কমিটির সভাপতি বলে জানা গেছে।
হামলাকালীন সময় উপস্থিত থাকা লোকজন জানান, ঘটনার সময় বিদ্যুত না থাকায় হামলাকারী কাউকে শনাক্ত করা সম্ভব হয় নি।
হামলার গুরুতর আহত ইকরাম আলীকে শাল্লা সদর হাসপাতালে প্রাথমিক ভাবে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক এবং অভিযোগ ফেলে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।