৬৫০ কোটির ঘর ছাড়াল শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ৮:০০ অপরাহ্ণ
মুক্তির পরই বিশ্বজুড়ে ঝড় উঠেছে ‘জওয়ান’র। হলগুলোতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাটি দেখার জন্য। বক্স অফিসের আয়ের হিসাব গুনলেই দেখা যায় সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে দর্শকদের। মাত্র চার দিনেই ৬৫০ কোটির ঘর ছাড়িয়েছে শাহরুখের ‘জওয়ান’।
মুক্তির দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করেছে অ্যাটলি নির্মিত সিনেমা ‘জাওয়ান’। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বলিউডের এই বাদশাহ। এমনকি নিজের রেকর্ড এবার নিজেই ভাঙছেন তিনি।
মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। আর সেটা থেকেই আঁচ করা গিয়েছিল কেমন হবে তার বক্স অফিস সাফল্য। সেইসব আশাকে ছাড়িয়ে গিয়ে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘জাওয়ান’।
এদিকে অনেকেই মনে করছেন, হলিউডকেও টেক্কা দেবে শাহরুখের ‘জাওয়ান’। গত সপ্তাহে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’, গ্রেটা গারউইগের ‘বার্বি’ থেকেও বেশি আয় করেছে বলিউডের এই সিনেমা।