সিসিকের অভিযান : একদিনে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ
অবৈধ স্থাপনায় ফের অভিযানে নেমেছে সিসিক। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহানগরীর টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ এই স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অভিযানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব।
এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক বলেন, অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে ৬ মাস আগে সিসিকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। পাশাপাশি মাইকিং করলেও তাদের টনক নড়েনি। টুকেরবাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইট পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।